মহানবী কে নিয়ে কুটূক্তিঃ নাস্তিক কাজী ওয়াহিদুজ্জামানের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও দেয়াল লিখন

নিজস্ব প্রতিনিধি: বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) সম্পর্কে এথিস্ট নোট নামে একটি অনলাইন পোর্টালের একটি ম্যাগাজিনে জঘন্য ও ঘৃণ্য কুটূক্তি করার অভিযোগে বর্তমান ব্লগারদের মধ্যে অন্যতম কাজী ওয়াহিদুজ্জামানের ফাঁসির দাবিতে রাজধানীতে হেফাজতে ইসলামের কর্মীদের বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদকারীদের মতে কাজী যে এই প্রথম মহানবী (সা:) কে নিয়ে কুটূক্তি করেছেন এমনটি নয়, তিনি দীর্ঘদিন ধরেই তাঁর নিজের বিভিন্ন ব্লগ, একাধিক ম্যাগাজিন, ওয়েসাইটে মহানবী (সা:), আল্লাহ এবং ইসলামের বিভিন্ন বিষয়াদি নিয়ে খুবই জঘন্য ভাষায় লিখে আসছে।

আজ সোমমার দুপুর ১২টার দিকে রাজধানীর মাতুয়াইলে বিশ্বনবীর (স:) মর্যাদা রক্ষা ও নাস্তিক-মুরতাদ প্রতিরোধ কমিটির আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়াও হেফাজতে ইসলামের ডাকে এই সমাবেশে বিভিন্ন মসজিদ ও মাদরাসাসহ সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরাও অংশ নেন।

এর আগে গত ১৬ই ফেব্রয়ারী ২০২০ইং তারিখে মোকাম সাইবার ট্রাইব্যুনাল ঢাকায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৮ ধারায় হৃদয় কাজী নামে হেফাজতে ইসলামের এক কর্মী মাহাদী হাসান সহ এথিস্ট নোটের ম্যাগাজিননের সকল ব্লগার এবং নাস্তিকদের নামে মামলা দায়ের করেন। এই ছাড়াও এই একই ব্লগার এথিস্ট ইন বাংলাদেশ নামে একটি ম্যাগাজিনে লিখবার কারনেও তার বিরুদ্ধে একাধিক মামলা হয় বলে আমাদের আদালত সূত্রে জানা গেছে।

এদিকে সমাবেশের অন্যতম ব্যক্তি হৃদয় কাজীর কাছে সাংবাদিকরা এই বিষয়টি জানতে চাইলে তিনি আমাদের জানান যে, ”৯০ ভাগ মুসলমানের দেশে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) সম্পর্কে কেউ এমন জঘন্য কুটূক্তি করবে, আমাদের প্রাণের পিয় মানুষটিকে নিয়ে এভাবে উল্টা পাল্টা লেখালেখি করবে আর আমরা বসে থাকবো?”

তিনি আরোও বলেন, ”দেখুন কাজী ওয়াহিদুজ্জামান নামের এই নাস্তিকের দীর্ঘদিন ধরে এই ধরনের কার্যকলাপগুলো চালিয়ে আসছে। নিজের ব্লগে সে প্রতিনিয়তই মুহাম্মদ (সা:) এবং আল্লাহকে নিয়ে খুবই বাজে বাজে স্ট্যাটাস, এদেরকে দুনিয়া থেকে বিদায় করা আমাদের ঈমানী দায়িত্ব।”

তিনি আরো বলেন, ‘এই নাস্তিক এথিস্ট নোট ম্যাগাজিন এবং এথিস্ট ইন বাংলাদেশ এই দুই ম্যাগাজিনেই নিয়মিত আল্লাহর রাসুল সম্পর্কে কটুক্তি করে। আমি এই দুই ম্যাগাজিনের বিরুদ্ধেই আইনের আশ্রয় নিয়েছি এবং এদের সঠিক বিচক্সার যদি না হয় তাহলে দরকার হলে এদের খুন করে আমি ফাঁসিতে হাসতে হাসতে ঝুলবো’

হৃদয় কাজী সহ এই সবাবেশে উপস্থিত থাকে সকল বক্তারা অবিলম্বে কটূক্তিকারী কাজী ওয়াহিদুজ্জমানের ফাঁসি এবং সরকারকে বিশ্বনবীর বিরুদ্ধে অবমাননার জন্য ফাঁসির দন্ডের বিধান রেখে আইন পাশের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুমকি দেন বক্তারা। এদিকে এই বিষয়টি নিয়ে কথা বলতে মামলার আসামি কাজী ওয়াহিদুজ্জামানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হই।

উল্লেখ্য, বেশ কয়েক মাস যাবতই এথিস্ট নোট, এথিস্ট ইন বাংলাদেশ এই দুই ওয়েবসাইট ইসলাম, আল্লাহ এবং মুহাম্মাদ (সা:) এর বিরুদ্ধে  লেখালেখি করে আসছে। আর এরই ধারাবাহীকতায় এবার তারা দুইটি ম্যাগাজিন প্রকাশ করেছে এবং এখানেও মুসলমানদের কলিজা মুহাম্মাদ (সা:) সহ যেসব বিষয়গুরো তুলে ধরা হয়েছে যা দেখেই হেফাজতে ইসলাম এতো ক্ষিপ্ত হয়েছে এবং এই ম্যাগাজিনের সকলের নামে মামলাও দায়ের করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *